অধ্যক্ষের বাণী
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
শিক্ষা জাতীয় উন্নয়নের মেরুদণ্ড, আর নারী শিক্ষা হলো সেই মেরুদণ্ডকে সুদৃঢ় করার প্রধান হাতিয়ার। নারী শিক্ষার ব্যাপক প্রসার ছাড়া কোনো সমাজই কখনো টেকসই উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে পৌঁছাতে পারে না। এই চেতনা থেকেই ১৯৭৩ সালের ১২ই ডিসেম্বর কুড়িগ্রামের কিছু দূরদর্শী শিক্ষানুরাগী ব্যক্তিত্ব—যেমন মরহুম আমানুল্লাহ অ্যাডভোকেট, কুড়িগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল ওয়াহাব, বিশিষ্ট সমাজসেবক মরহুম আহমদ আলী বকসী, কুড়িগ্রাম গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত প্রাণবল্লভ করঞ্জাই, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিহার সেন, সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর আবু বক্কর সিদ্দিক, মরহুম প্রফেসর মোস্তফা বিন খন্দকার প্রমুখ গুণীজন—সম্মিলিতভাবে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। তাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দূরদর্শিতার ফলেই আজ কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দেশের শিক্ষাক্ষেত্রে মর্যাদাপূর্ণ অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
২০২৪ সালের ২৮শে নভেম্বর এই গৌরবময় প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করে আমি গর্বিত। এ কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি কুড়িগ্রামের নারী সমাজের আত্মবিশ্বাস, জ্ঞানচর্চা ও সামাজিক মর্যাদার প্রতীক। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স এবং বাংলা, ইংরেজি, ইতিহাস ও রসায়ন বিষয়ে অনার্স পর্যায়ে পাঠদান করা হচ্ছে। অদূর ভবিষ্যতে আরও ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালুর লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গত কয়েক বছরে এ প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে ঠাঁই করে নিয়েছে—এটি আমাদের জন্য অফুরন্ত প্রেরণার উৎস।
বর্তমানে কলেজের একদল মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষক জাতীয় শিক্ষানীতি ও আধুনিক পদ্ধতির সমন্বয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের বীজ বপন করছেন। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় আমরা একটি সুশৃঙ্খল, প্রযুক্তিনির্ভর ও মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজকে জাতীয় পর্যায়ে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা, যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রয়াসে এই কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও নিষ্ঠার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে নেতৃত্ব দেবে—এটিই আমাদের প্রত্যাশা। সকলের সহযোগিতা ও শুভেচ্ছা কামনা করছি।
ধন্যবাদান্তে,
প্রফেসর কাজী শফিকুর রহমান
অধ্যক্ষ
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম।.